পীরগঞ্জে প্রতিবন্ধিকে দোকান থেকে উচ্ছেদের অপচেষ্টা 141 0
পীরগঞ্জে প্রতিবন্ধিকে দোকান থেকে উচ্ছেদের অপচেষ্টা
মোস্তফা মিয়া-পীরগঞ্জ,রংপুর থেকে:
রংপুরের পীরগঞ্জে এক শারিরিক প্রতিবন্ধিকে তার দোকান থেকে উচ্ছেদের অপচেষ্টা চলছে । তাই তার পুত্র নাজমুল হক এ ব্যাপারে পীরগঞ্জ থানায় অভিযোগ দিয়ে এখনও কোন ফল না পাওয়ায় ওই প্রতিবন্ধি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে । অভিযোগের সূত্রে জানা গেছে, উপজেলার চতরা ইউনিয়নের কাঠালপাড়া গ্রামের শারিরিক প্রতিবন্ধি আঃ রাজ্জাক । তার বসবাসের জন্য নিজস্ব কোন জমি না থাকায় কাঠালবাড়ীতে স্ত্রী ও ২ সন্তান নিয়ে শশুরালয়ে বসবাস করেন । সেখানে তিন মাথায় পাকা রাস্তা সংলগ্ন সরকারী জমিতে একটা মুদি দোকান ঘর নির্মান করে প্রায় ১২/১৩ বছর ধরে ক্ষুদ্র ব্যবসা করে আসছে । এ মুদি দোকান থেকে যা আয় হয় তা দিযেই কোন রকমে চলছে তার সংসার । এ দিকে সা¤প্রতিক সময়ে একই গ্রামের মৃত্যু হামেদ আলীর পুত্র মালেক উক্ত স্থান থেকে প্রতিবন্ধি রাজ্জাককে উচ্ছেদের অপচেষ্টা শুরু করে । এরি অংশ হিসেবে গত ১১ ডিসেম্বর মালেক ও তার পরিবারের লোকজন প্রতিবন্ধি রাজ্জাককে তার দোকান থেকে জোড়পুর্বক উচ্ছেদের চেষ্টা করে । এ সময় বাধা দিতে গেলে প্রতিবন্ধির শশুর আজিজার (৭০), শাশুড়ী জেলেখা (৬৫) ও স্ত্রী লাইজু (৪৫) প্রতিপক্ষের প্রহারে আহত হয় । এর পরেও প্রতিপক্ষ মালেক এর লোকজন রাজ্জাক সহ তার পরিবারের লোকজনকে ভয় ভীতি দেখাচ্ছে ও জীবন নাশের হুমকী দিচ্ছে । এ ব্যাপারে রাজ্জাক বলেন, ভাই হামাক ওরা ভয় দেখাওছে, থাকপ্যার দেওছে না । হামরা কোথায় থাকমু ? কি খেয়ে বাচমু ? সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্থক্ষেপ কামনা ।